বাজার নিয়ন্ত্রণ করা একেবারেই সোজা কাজ

 বাজার নিয়ন্ত্রণ করা একেবারেই সোজা কাজ।

ইচ্ছা থাকলে খুব সহজেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব

আমার মতামতঃ

প্রথমে একটি ওয়েবসাইট এবং মোবাইল এপ্স তৈরি করুন।

কোন পণ্যের খুচরা দাম কত এবং পাইকারী দাম কত টাকা তা নির্ধারণ করে দিন। এই নির্ধারিত দামে সারা দেশে পণ্য ক্রয় বিক্রয় হবে । এই দামের বাহিরে কোনো পণ্য কোনো ক্রেতা কিনবে না এবং এরকম  কোনো ঘটনা ঘটলে সাথে সাথে হেল্পলাইনে কল দিয়ে জানাবে ।

যে বা যারা আইন অমান্য করবে তাদের লাইসেন্স বাতিল হবে এবং তারা আর ব্যবসা বাংলার জমিনে কোনোদিন করতে পারবেন না। সাথে ১ লাখ থেকে ৫ লাখ টাকা জরিমানা এবং ৩ মাস থেকে ৫ বছর পর্যন্ত জেল হবে ।

যারা শাস্তির আওতায় আসবে, তাদের ডাটা অনলাইনে জমা থাকবে । তাদেরটা দেখে অন্যরা শিখবে এবং সতর্ক হবে ।

উদাহরণস্বরূপ টমেটোর খুচরা বিক্রয়মূল্য ৩০ টাকা নির্ধারণ করে দিলে যেকোনো ধরনের টমেটো ৩০টাকা কেজির উপরে কেউ বিক্রি করতে পারবে না।

একটা টিম কন্ট্রোলরোমে থাকবে যারা বসে বসে ওয়েবসাইটে ডাটা পোষ্টিং দিবে । ১ দিনের মধ্যে বাজার নিয়ন্ত্রনে চলে আসবে ।

অবশ্য তা তখনই সম্ভব যদি সরকারের সচিচ্ছা থাকে ।

লিখেছেন

জামিল আক্কাছ মোহাম্মদ

 

 

 

 

 

 #জমি পরিমাপ পদ্ধতি 👇 আমরা অনেকেই জমি মাপার পদ্ধতি জানি না। তাই, সাধারণত জমি মাপার সময় আমরা একজন আমিন বা সার্ভেয়া্রের শরণাপন্ন হই। এই ব্য...